আমার নিথর দেহ একদিন পড়ে রবে তোমাদের
লাউগাছের জাংলার পাশে
খড়ের পালার ঠিক কাছাকাছি যেখানে বসে থাকবে
প্রহরী কুকুরটি আপন ধ্যানে
কিছু দূরে আরো দূরে শুয়ে রবো আমি এক নিষ্প্রাণ
দেহ


চড়ুই পাখিটি নির্বাক তাকিয়ে রবে শুধুই আমার দিকে
বরই গাছের টুনটুনি পাখিটাও আমার ঠিক পাশ দিয়ে
ফুরুৎ ফুরুৎ করে উড়ে যাবে বারবার
শুধু তার প্রয়োজনে এ যেনো তার নিজের এক কারবার
হয়তো তাকাবে না সে আমার দিকেও একবার
কথা ব'লে যাবে শুধু বারবার ফুরাবে না কথা যেনো 
মুখে তার
দেখতে পাবোনা জানবোনা শুনবোনা ঠিকই আমি কিছু
আর
আমি শুধু নিথর হয়ে পড়ে রবো তোমাদের তরে শুধু
রবো হ'য়ে ভার


কাল রাতে যার সাথে এক হয়ে শুয়ে ছিলাম আমি
ছিলাম পুরো জীবন জুড়ে যার সাথে এক বালিশে মাথা
রেখে
সে আজ লাশ ব'লে পরিচয় দেবে শুধু সবার কাছে
ঘর থেকে বের করে নিয়ে যাবে চিরতরে
ফিরাবে না আর কখনো তার ঘরে বাসবেনা ভালো
বলবে আমায় শুধু লাশ নিঃশব্দে নিঃশ্বাস ফেলে
আজ নই আর কোনো মানুষ আমি তার কাছে  
এখন শুধুই আমি লাশ আর লাশ ব'লে পরিচিতি পাবো
আমি সবার কাছে


সুন্দর বিছানা আর বালিশ শ্রাবণী সিংহের কবিতা হয়ে
কাঁদবেনা তখন আর আমার জন্য
আজীবন ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহ সেদিন লুটিয়ে পড়বে
মাটিতে শুধু লাশ হ'য়ে


কতো লোক আসবে যাবে কতো কথা বলে যাবে তারা 
একে অপরের সনে
শুধু আমাকে যাবে তারা সেদিন শুধু লাশ ব'লে
এই হবে পরিচয় আমার শুধু তোমাদের সকলের কাছে


আবেগে প্রেষিত হৃদয় তুচ্ছ ঘটনায় কতোনা ক্ষত
দাগাঙ্কিত করেছে তোমার হৃদয়ে
আমিও দিইনি তুমিও দাওনি ছাড় এতোটুকু জীবনে
হায়
আজ কেনো সেই সব ঢোল আর তবলায় শুধুই দুঃখের
ঝঙ্কার বাজায়


একদিন গাছের পাতারাও মোহিত হয়ে শুনতো আড়
বাঁশীতে তোলা কতোনা মোহনীয় সুর
আজও তারা নীরবে কেঁদে যায় ঝরে যায় পড়ে থাকে
পথহীন অচীনপুর


একদিন আমিও ছিলাম সোনার হার হয়ে তোমার গলে
আজ আমি নই আর তোমার কাছে নই আর কেহ
নই কোনো মানুষ নামের কেউ তোমার কাছে আর আমি
লাশ হয়ে আছি ব'সে আজ তোমার পাশে একদিনের
সেই আমি


ফিরবো না আর কোনোদিন এ পৃথিবীতে আমি কারোর
কাছে
লাশ হয়ে চ'লে যাবো একেবারেই আমি তোমাদের ছেড়ে


এমনি করে সবাই লাশ হবে যাবে চ'লে পৃথিবীর মায়া-
মমতার বেড়াজাল ছিড়ে
চ'লে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে যার যার ঘরে
আজ আমি ঠিক তাই আর কেউ না নই কোনো মানুষ
শুধুই একটা লাশ আমি আজ সবার কাছে