গাছের পাতারা নীরবে নিভৃতেই ঝরে পড়ে বনের মাঝে
কাঁদতে কাঁদতে নিষ্প্রভ মলিন হয়ে ঝরে যায় তারা
ঝ'রে পড়ার সময় কেঁপে ওঠে হৃদয় তাদের বারবার
জানতে চায় না কেউ খবর আর দুঃখের খবর তাদের
স্বয়ং গাছ ও ভুলে যায় ঝ'রে পড়া পাতার ব্যথিত হৃদয়ের কান্না
মনে তার পড়ে না একটু ও একদিন পাতা ও ছিলো অংশ তার দেহের
পতিত পাতার হৃদয়ে ধ্বনিত হতে থাকে কষ্টের অনুরণন
কষ্ট ব্যথায় চিৎকার করে কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায় এক সময়
বনের পাখিরা শুধু তাকিয়ে থাকে তাদের দিকে ঝরা পাতার কান্না শুনে
ঝরা পাতার কান্না ক'জন বা শুনতে পায়?


শুধু দোলা দিয়ে চলে যায় বাতাস সান্ত্বনা বুলিয়ে
আর কেউ আসেনা দেখেনা শোনেনা ঝরা পাতার কান্না এ গহীন জঙ্গলে
এমনি করে একদিন গাছটিও ছেড়ে যায় বন ছেড়ে যায় পৃথিবী চিরতরে
মরে যায় পড়ে থাকে ব'নের গহীন জঙ্গলে একেবারে
বনের পাখি ও আর আসে না ফিরে তার প্রিয় গাছের ডালে
এসে দাড়ায় না ডাকে না আর সুমধুর সুরে ঝুমুর তালে
পাতার দুঃখের শরীক হয়ে আসে না কোনো গান আর তার মুখে


কতো মাছ মরে যায় পড়ে থাকে খাল-বিল, নদী-নালা আর সাগর-সৈকতে
কেউ রাখেনা খবর তার কোনোদিন ফিরে
প্রাণ আছে জীবন আছে কষ্ট আছে দুঃখ বোধ আছে তাদের ও
তারা ও চায় সুখ শান্তির একটু ছোঁয়া ও পরশ
ভুলে থাকতে চায় হৃদয়ে অঙ্কিত বেদনার রেখা
গাছের পাখিটি ঝিমাতে ঝিমাতে হঠাৎ একদিন ঢলে পড়ে মাটির কোলে
মিলে যায় মিশে যায় একাকার হয়ে শুধু ঝরাপাতার কান্নার তালে