জীবন, কতোনা ভাবি আমি তোমাকে নিয়ে
ভাবতে ভাবতে চ'লে যাই অনেক দূরে
সীমাহীন প্রান্তরের দিকে
ভাবনার স্মারক ঠেলে ভেসে যাই অসীমের টানে
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমান্ত
পার হয়ে
যতোদূর চোখ যায়
চ'লে যাই হাটতে হাটতে ক্লান্তিকে উপেক্ষা ক'রে
কোনো এক অচীন পুরে
যেখানে চিল ওড়েনা বিমানের পাখনা মেলে
নিরিখ ধ'রে ব'সে থাকে না মাছের সন্ধানে
রঙিন জমকালো কোনো মাছরাঙা


যেখানে কোনো হাসপাতাল নেই
নার্স আয়া ডাক্তার নেই কোনো
নেই কলকাতার ছাপাখানা মেশিনের ঘ্যাচর ঘ্যাচর শব্দ
নেই কোনো পাখির কলরব
নেই আকাশ
নেই নায়াগ্রার জলপ্রপাতের অনুপম
সৃস্টি


যেখানে নেই কোনো মনুষ্যবসতি
যেখানে নেই কোনো পাহাড়ের ঝর্ণার শব্দ
যেখানে মলিন মুখে আকাশ পানে
ফ্যাল ফ্যাল ক'রে
চেয়ে থাকেনা কোনো বালিকা


জীবন,এই নির্জন, বড়ো নির্জন অচিন পুরে
হাজার বছর ধ'রে বসে আছি শুধু আমি একা
জীবন, কতোইনা ভাবি তোমাকে নিয়ে
হাঁটতে হাঁটতে চ'লে যাই সুদূরের দিকে
জীবন, তুমি কি কখনো ভাবো একটিবার আমাকে নিয়ে?