ভালোবাসার ফুল যে আমার কুঁড়িই রয়ে গেলো
ফোটার আগেই পুরোপুরি অমনি ঝরে গেলো।
আবার যদি এ ভূবনে ফিরে আমি আসি
বলবো তোমায় মনের থেকে অনেক ভালোবাসি।


আধ ফোঁটা ফুল সেদিন আবার হবে পূর্ণ ফুল
শুধরে নেবো অতীতের আমার যতো ভুল।
ভরে যাবে বাগান আমার ফুটন্ত সব ফুলে
সৌরভে আর সুবাসে মন উঠবে আবার দুলে।


আনন্দেতে উঠবে নেচে সুখের তরী খানী
চলবে তরী দুলে দুলে দুলবে সারাক্ষণি।
কোটি বছর চাইবো আবার বিধির কাছে আমি
ভালোবাসার ফুল বাগানে জল ঢালিবে তুমি ।


এ ধরাতে আবার যদি আসার সুযোগ পাই
প্রণয়ডোরে বাঁধবো সুখে রাখবো সুখে তাই।
তুমি আমার সুপ্রিয়া সবি দেবো আমার
সাগর সেঁচে ভালোবাসার মুক্তো খুঁজে আবার।


ভালোবাসার মালা হয়ে জড়িয়ে তোমার গলে
কাটিয়ে দেবো কোটি বছর যাবো না আর ফেলে।
তুমি আমায় ফেলে গেলে আমি ও গেলাম চলে
তাই বলে কি তুমি আমি সবই গেলাম ভুলে?


ভুল যদি হয় এ জীবনে শুধরাবার ও চাই
শেষ বিকেলে তোমায় যেনো আবার ফিরে পাই।
তোমায় যদি এ জীবনে আবার আমি পাই
কাটিয়ে দেবো মহাসুখে শান্তি সুখে তাই।