আমরা আজি কোথায় আছি দ্যাখছো কিতা ভেবে?
জলের ধারা পাহাড় থেকে আসবে না আর নেমে।
যে জল গ্যাছে সাগর পানে আসবে কি আর ফিরে?
শুধু শুধু জ্বলছো ক্যানো আমায় তুমি ঘিরে?


প্রেমের রসে এখন দেখি খাচ্ছো হাবুডুবু
তাহলে কি ছিলো তখন মরুভূমির ধু ধু?
সময় যখন ছিলো তখন পালিয়ে ক্যানো গেলে?
আজকে তুমি মনটা আবার ক্যানো কেড়ে নিলে?


এ অবেলায় আজকে আবার মারছো ক্যানো উঁকি?
ছেলেমেয়ে সংসার রেখে ক্যামনে নেবো ঝুঁকি?
আষাঢ় মাসের ভরা নদী সেকি এখন আছে?
পাগল হ'য়ে ঘুরছো ক্যানো আমার পাছে পাছে?


চাঁদ যে আজি গ্যাছে ডুবে আকাশ অন্ধকার
চোখ থাকলেও যায়না দ্যাখা মুদলে পরিস্কার।
পূর্ব থেকে পশ্চিমে আজ সূর্য গ্যাছে ঢ'লে
তবুও তোমায় ছাড়া আমার ক্যামনে দিবস চলে?


ব্যথার সাগর পাড়ি দিতে কষ্ট লাগে ভারী
অথৈ সাগর ঢেউ তুফানে দুলছে তরীখানি।
আজকে সময় বড্ডো খারাপ ঈষাণ কোণে মেঘ
ঝড় উঠেছে প্রবল বেগে চাদ্দিকে উদ্বেগ।


পাখি এখন ডাকেনা আর গায়না কোনো গান
ভুলে গ্যাছে গানের কলি সুরেলা সেই তান।
তুমি ছাড়া আমার আকাশ শুধু ই মেঘে ঢাকা
কোথায় যাবো ক্যামনে যাবো চিত্র নাহি আঁকা।