পানি শূন্য কলসি বাজে
শব্দ করে বেশী
শব্দ ক'রে ভয় দেখিয়ে
জানান দেয় সে আসি।


ভরা কলসি বাজে না সে
স্থির বসে রয়
সমৃদ্ধ তার ভূবন সে যে
ঠান্ডা হয়ে রয়।


রুপের মেয়ে সাজে না সে
সাজে না সে বেশি
আপন রুপে মুগ্ধ সে যে
নিত্য থাকে খুশী।


রুপ নাই যার সাজন বেশী
সাজনেই খুশী
দিবানিশি ব্যস্ত সে যে
সাজনেই বেশী।


বস্তু আছে ভিতরে যার
বস্তু ই অলংকার
শূন্য যাহার ভিতরে তার
শুধু ই অহংকার।


অনেক টাকা আছে যাহার
কয় সে টাকা নাই
কয় সে লোকে আছে টাকা
আসলে যার নাই।


বিদ্যা বুদ্ধি জ্ঞান যাহার
আছে অনেক বেশী
জাহির বেশী করে না সে
চুপ থেকে হয় খুশী ।


তিড়িং বিড়িং লাফ মারে সে
বিদ্যা যাহার নাই
প্রচার করে জ্ঞানী সাজে
জ্ঞানের বাহার তাই।


বিঃদ্রঃ প্রিয় সকল কবি বন্ধু
এখানে বাক্যটির ব্যাখ্যা করার
প্রয়াস নিয়েছি মাত্র। বিশেষ
করে কারো উদ্দেশ্যে নয়।
ধন্যবাদ। ভালো থাকুন সকলে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল
সময়ঃ১২-৩১মিঃ
তারিখঃ০১-০৭-২০২০ ইং