মাঝে মাঝে আমার না খুব কবিতা হ'তে ইচ্ছে করে
কবিতা হ'লে আমায় নিয়ে লিখতো কবি ভরদুপুরে।
কবিতা হ'তে সেই থেকে মোর মনের মাঠে ইচ্ছে ভীষণ
ভাবি শুধু কবিতা হবো কবিতা হবো মনের মতোন।


কবিতা হ'লে ফুল ভেবে কেউ সুবাস নিতো আদর ক'রে
ইচ্ছে মতো লিখতো তারা সোহাগ ডালা বরন করে।
কবিতা হলে বৃষ্টি ভেবে ভিজতো কবি বৃষ্টি জলে
ভিজতো নীলা প্রেমের বাণে নিঝুম রাতে নোনা জলে।


কবিতা হ'লে পাখির ডাকে ঝড়ের তরে তুফান হতো
সেই তুফানে ঝরাপাতা কেঁদে কেঁদে উজাড় হতো।
কবিতা হ'লে হৃদয় আমার রাত দুপুরে আকাশ ছুতো
আকাশেতে অন্ধকারে শুকতারা মোর পিদিম হতো।


কবিতা হলে মেয়েরা সব পড়তো আমায় গভীর রাতে
পড়তে পড়তে ঘুমিয়ে যেতো ঝিঝি পোকার ডাকের সাথে।
কবিতা হ'লে কবিরা সব আমার জন্য ঘুম হারাতো
আমায় নিয়ে দিবানিশি ঘুম হারানো কাব্য করতো।


কবিতা হ'লে কবির কাছে হতাম আমি সাগর নদী
আমার জলে ডুবতো তারা ডুবে যেতো সব জলধি।
কবিতা হ'লে প্রেমিক যুগল প্রেমের বাণে জোছনা রাতে
পড়তো আমায় সঙ্গোপনে ছলাৎ ছলাৎ শব্দ বাণে।