প্রিয়া আমার রাগ করেছে
কয়না কথা সে
কেমন করে বুঝাই তারে
মন ভালো না যে।


কাব্য করতে বলে প্রিয়া
মন যে ভালো নেই
কলম দিয়ে পাতার ওপর
কেমনে আঁচড় দেই।


বলবে না আর কথা কভু
ধরবে না আর ফোন
এ নিয়ে সে দিচ্ছে আড়ি
দিচ্ছে সারাক্ষণ।


কথা দিচ্ছি লিখবো প্রিয়া
লিখবো তোমার জন্য
ক্ষমা করে এবার একটু
আমায় করো ধন্য।


মাওয়া ঘাটে যাবো আমরা
পদ্মা নদীর তীরে
হারিয়ে যাবো তুমি আমি
অজানাদের ভীড়ে।


ঢেউয়ের সাথে বলবো কথা
তোমার পাশে বসে
বলবে তুমি হচ্ছে কি সব
মারবে একটা ক'সে।


সম্বিৎ ফিরে বলবো আমি
তোমায় ভালোবাসি
ঢেউয়ের জলে একটু না হয়
আনন্দে যাই ভাসি।


তাজা ইলিশ খাবো ফ্রাই
মজা করে কতো
খাওয়ার পরে নেবো আরো
বক্সে শতো শতো।


ফেরার পথে হেড়ো গলায়
গাইবো সুখের গান
তুমি তখন আমার সাথে
ধরবে সুরের তান।