দেখা হবে আজকে আবার ভাবছি যখন আমি
সুখ শরমে কাঁপছি আবার কাঁপছে বিরান ভূমি
সেজেগুজে আসবো আমি দেখা হবে আজ
আনন্দেই ভাসছি আমি নাই যে কোনো লাজ।


হঠাৎ করে বললে তুমি বজ্রপাতের মতো
আসবে না আজ জর্জরিত সমস্যাতে শতো
স্বপ্ন যদি ভেঙে দেবে স্বপ্ন দেখাও কেনো
স্বপ্ন ভেঙ্গে আমায় কেনো কষ্টে আঘাত হানো।


লেকের পাড়ে বসে আজি বলবো মনের কথা
স্বপ্ন ভেঙ্গে করলে চুরমার দিলে দারুণ ব্যথা
বসে যেথায় আমরা দু'জন করবো শুধু গল্প
গাইবে না আর পাখি সেথায় গাইবে শুধু অল্প।


লেকের পাড়ে টুনটুনিদের হাজার ওড়াউড়ি
দেখবো না আজ হাটবে সেথায় কতো বুড়া-বুড়ি
আসবে বলে আসবে না যে ছিলোই তোমার গান
গানের সাথে তাল মিলিয়ে ধরলে কেনো তান?


আসলেই চাওনি আসতে এটাই ছিলো মনে
কথা দিয়ে না রেখে মোর দুঃখ দিলে মনে
পারবে না যে আসতে তুমি কেনো আমায় বলতে
পারলে না যে আগের থেকে সোজা পথে চলতে।


রাত্রি গেলো নিদ্রাবিহীন দিনে যে ছটফট
কথা দিয়ে ধাক্কা দিলে কেনো যে অকপট 
মুখের শুধু ফটফটানি কাজের বেলা ফুট
মনের দুঃখে ইচ্ছে করে কাঁদতে হয়ে ভুট।


প্রকাশকাল-
সময়=১৮-৩৯মিনিট
বাংলা=২৭ ফাল্গুণ ১৪২৭
ইংরেজী=১২-০৩-২০২১


প্রকাশস্থান-
বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ