মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পরে, এ পৃথিবীর আলো
দেখার পরে
তুমি ছিলে ভীষণ অসহায় আর তখনই তোমার পাশে
দাড়িয়েছিলো এই মানুষ


তুমি যখন হামাগুড়ি দিয়ে আগুন পানির দিকে
এগিয়ে যাচ্ছিলে মৃত্যুকে আলিঙ্গন করতে
তখনও তোমার পাশে দাড়িয়েছিল এই মানুষ


তারপর ধীরে ধীরে তোমার বেড়ে ওঠা
স্কুল কলেজ ভার্সিটির গন্ডি পেরোতেই
তুমি দেখলে তোমার পাশে যারা দাঁড়িয়ে আছে
তারা সকলেই মানুষ


তোমার জীবনের অসুখ-বিসুখ,ব্যথা-বেদনা
দুঃখ-কষ্ট, যন্ত্রণা তোমাকে যখন গ্রাস করবে
তখনও তোমার পাশে দাঁড়াবে এই মানুষ


মানুষই তোমার ক্ষতি করবে,তোমার ধন সম্পদ
লুন্ঠন করবে
তোমার ধ্বংস ডেকে আনবে
তারপর ও আবার মানুষই হবে প্রতিবাদী ভয়ংকর
কন্ঠস্বর
আর চিৎকার করে পাশে দাঁড়াবে তোমার, আর কেউ
না,অন্য কেউ না


তোমার শতো সহস্র দুঃখ কষ্ট আর যন্ত্রণায়
কোথায় যেতে চাও তুমি? মানব সমাজ ছেড়ে?
গভীর অরণ্যে, বনে? পারবে না তুমি,না পারবে না


বন্যপশুরা সোল্লাসে মেতে উঠবে তোমাকে ছিড়ে
ছিড়ে খাবার জন্য
তাই ফিরে আসতেই হবে তোমাকে মানবের মাঝে
এ চিরন্তন সত্যকে অবলীলায় মানতেই হবে
তোমাকে


হতে পারো তুমি ব্যথায় আঘাতে বারংবার
ক্ষতবিক্ষত ও জর্জরিত
তারপর ও মানুষই দাঁড়াবে পাশে তোমার
তোমার সকল কষ্ট দুঃখ সবই দূর করে দেবে
এই মানব সঙ্গ


কেবল মানব এবং একমাত্র মানুষই পারে
তোমাকে মানব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে
শেখাবার
আর কেউ না, আর কেউ না


তাই মানব
তুমি কখনোই মানব সঙ্গ ছেড়ে যেওনা
যেওনা কোনো অভিমানের গোপন অভিসারে
গোপন অভিযাত্রার পটভূমি রচনা কোরোনা তুমি
শতো কষ্টের মাঝে ও তাই মানবের সঙ্গেই
থেকো হে মানব সন্তান!