মা-যে আমার শিক্ষা গুরু এমন শিক্ষক নাই
জন্মের পরই মায়ের থেকে চলার শিক্ষা পাই।
মাযে আমার প্রথম শিক্ষক মা-ই আমার শেষ
মায়ের থেকে শিক্ষা নিয়ে চলছি আমি বেশ।


মায়ের বাড়ি আমার বাড়ি মায়ের বাড়ি আমি
মায়ের এমন পাঠশালা তে দিবানিশি পড়ি
অক্সফোর্ড বলো ক্যামব্রিজ বলো সকল বিদ্যাপিট
হেরে গ্যাছে মায়ের কাছে পাঠশালাতে ঠিক।


মা-ই আমার হাতটি ধ'রে কলম দিলো তুলে
লেখা শুরু তারই কাছে গেলামনা আর ভুলে
মা-ই আমার জ্ঞানের আলো মা-ই ঘরের বাতি
মা-ই আমায় গল্প শোনায় শুয়ে শুয়ে রাতি।


সকাল সন্ধ্যা মায়ের কাছে শিখি অনেক কিছু
তবুও মা ছাড়েনা আমায় থাকে পিছু পিছু
মায়ের আলোর শক্তি বেশি এমন আলো নাই
সেই আলোতে আলোকিত কোথা এমন পাই?


তুমি আমার চন্দ্র মাগো তুমি আমার তারা
তুমি আমার সূর্য মাগো আমি আত্মহারা
তুমি আমার মা না হলে আমি  হতাম না
তুমি ছাড়া অন্ধকারে আমি থাকতাম মা।


এক বছর আগে মাগো এ পৃথিবী ছেড়ে
অন্ধকারে চ'লে গেলে একলা আমায় ফেলে
অন্ধকারে ঢেকে গেছে আমার চারিধার
তুমি ছাড়া মাগো আমি কেমনে হবো পার?