মেষ বালিকা মেঘ বালিকা যাচ্ছো কোথায় উড়ে
শ্বেত পাথরের বাড়ি আমার যাওনা একটু ঘুরে।
পাহাড় চূড়ায় বাড়ি আমার তোমার কাছাকাছি
থাকি আমি সারাবছর তোমায় ভালোবাসি।


মেঘ বালিকা দিচ্ছি দাওয়াত আমার বাড়ি এসো
আমার বাড়ি এসে তুমি হৃদয় খুলে হেসো।
আজকে অনেক খুশী মনে দাওয়াত তোমায় দিলাম
আসবে তুমি এই ভরসা নিজের থেকেই নিলাম।


আমার বাড়ির ফুল বাগিচা দেখলে তোমার মন
নাচবে সুখে আনন্দে আর গাইবে সারাক্ষণ।
পাকান পিঠা পুলি পিঠা ভাজা পিঠা আরো
রসের পিঠা চিতৈ পিঠা খেতে যতো পারো।


পোলাও মাংস চিকেন রোস্ট ও সাথে থাকছে আরো
হরেক রকম মাছের ঝোল আর যা যা খেতে পারো।
ফরাস পেতে তোমার জন্য রাখছি আমার বাড়ি
আস্লে একবার চাবে না আর যেতে আমায় ছাড়ি।


তোমার বাড়ি অনেক বড়ো সীমানা তার নাই
তোমার কাছে লিখবো চিঠি ঠিকানা কই পাই?
দিবানিশি উড়ছো তুমি উড়ার যে নাই শেষ
একটু না হয় বলো তুমি কোথায় তোমার দেশ?


শুভ্র সাদা শাড়ী পড়ে মেঘ বালিকা তুমি
যাচ্ছো কোথায় একটু না হয় যাওনা আমায় বলি।
লাল টিপে লাগছে তোমায় রক্ত রাঙা গোলাপ
একটু না হয় থামো তুমি একটু করি আলাপ।


হলুদ রাঙা পা তোমার মিষ্টি মুখের হাসি
আকাশ তোমায় দেখছে সুখে অনেক ভালোবাসি।
নাচ্ছো তুমি আকাশ জুড়ে চলছো হেলে দুলে
এরি মাঝে মেঘ বালিকা গেলে দাওয়াত ভুলে?


তোমার আশায় আছি বসে শ্বেতপাথরের ঘরে
আসবে কখন কওনা আমায় থাকবো সবাই দ্বারে।
তুমি যদি না আসো তো তোমার সাথে আড়ি
চলবে আমার সারাজীবন যাবো তোমায় ছাড়ি।


ঠিকানা যদি দাওগো তোমার খাবার গুলো আমি
পাঠিয়ে দেবো পাখির কাছে সাবাড় কোরো তুমি।