থাকো যদি রাজী তবে মেঘের দেশে যাবো
মেঘের ঝরা সুখ শিহরণ গায়ে মেখে দেবো।
ঝিরিঝিরি মেঘের হাওয়া জড়িয়ে দেবো গায়
থাকবো সুখে পাশে তোমার কেবা আমায় পায়।


মেঘের পরে মেঘ সাজিয়ে একশো তলা বাড়ি
বানিয়ে দেবো তোমায় আমি চলো তাড়াতাড়ি।
ইট সুরকী ছাড়া তোমার হবে সুখের বাড়ি
হার মানবে দুবাই শহর থাকবেনা তার জুড়ি।


হিংসা ক'রে মরবে জ্ব'লে মেঘের দেশের রাণী
বলবে ডেকে তোমায় এসে বাড়িটা কার শুনি।
কন্ঠ শুনে বেরিয়ে এসে বলবো ওরে বুড়ী
কিসের তরে এতো কথা এখনই তুই গেলি?


মেঘের সাথে করবে খেলা সকাল সন্ধ্যা বেলা
মেঘ পরীরা আড্ডা দেবে তোমার সাথে মেলা।
মেঘ পরীদের দাওয়াত দেবে আনবে ডেকে তুমি
হরেক রকম খাবার দেবে কপাল দেবে চুমি।


এমন জায়গা থাকবো আমরা পাবেনা কেউ আর
তোমার সাথে সুখী হ'য়ে থাকবো চিরকাল।