শরীরটা আজ নেই যে ভালো কি করে আজ লিখবো বলো
মন বলে যে লিখতে চলো লিখছাে না ক্যান কিযে হলো ।
কি বলবো আজ মনকে বলো লাগছে না মোর কিচ্ছু ভালো
মাথা ব্যাথা একটু ছিলো সাথে বেজায় জ্বর ও ছিলো ।


হাঁচি কাশি নাইবা ছিলো সাথে একটু সর্দি ছিলো
কেউ বলেনি করোনা ছিলো বললো ডাক্তার এমনি চলো।
এমনি করে দিন যে গ্যালো জ্বললো না তো মোমের আলো
বন্ধুরা সব লিখে গ্যালো যে যার মতো কাব্যগুলো ।


মন মানে না আজকে আমার পতিত রয় যে মম খামার
বুঝ দেবো কি মনকে আমার বুঝবে না সে বিমার আমার ।
বললাম তারে আজকে ডেকে গেলে ক্যানো এতো বেঁকে
লিখবো আবার সেদিন থেকে সুস্থ হবো যেদিন থেকে ।


অবশেষে মনটা আমার বললো তুমি ঠিক যে এবার
ওষুধপত্র খেয়ে নেবার ভুল কোরো না তুমি আবার।