কষ্টে আমার বুক ভেসে যায়
মৃত্যুর খবর পেলে
জীবন নিয়ে খেললে প্রভু
প্রাণটা শেষে নিলে।


সৃষ্টি থেকে আজও তোমার
নাইকো খেলার শেষ
খেলার মাঝে ই নিচ্ছো কেড়ে
খেলছো অনিঃশেষ।


বিধি তোমার বিধান বোঝার
উপায় নাহি কোনো
ফিরতে হবে তোমার কাছে
ফিরবো সবাই যেনো।


এ পৃথিবী মায়ার জায়গা
চাইনা যেতে কেউ
তবু্ও যে যেতে হবে
রবে না আর কেউ।


স্ত্রী হারায় স্বামী আর
মা হারায় তার ছেলে
ভাই হারায় তার বোন শুধু
বিধির নোটিশ পেলে।


এ পৃথিবীর খেলার মাঠে
সময়সীমা আছে
তোমার খেলার নাইকো সীমা
প্রভু তোমার কাছে।


তুমি ই প্রভু আম্পায়ার
আর তোমার হাতেই বাঁশি
সময় হলেই হাসতে হাসতে
বাজাও তোমার বাঁশি।


স্বামী স্ত্রী মিলেমিশে
গড়ে সুখের সংসার
হঠাৎ করে কাউকে প্রভু
করো ক্যানো সংহার।


স্বামী আছে কবরে শুয়ে
স্ত্রী আছে ঘরে
বিছানা আজ ফাঁকা ওরে
কেঁদে কেঁদে মরে।


কেউ বা পোড়ে শ্মশান ঘাটে
কেউ বা চিতায় জ্বলে
কেউ বা ভাসে নদীর জলে
শুদ্ধ সমাজ বলে।


কাউকে দেখাও সূর্যের আলো
কাউকে দেখাও কালো
কাউকে কাদাও প্রভু তুমি
কাউকে বাসো ভালো।


কেউ জানে না কবে তোমার
খেলা হবে শেষ
ইশারাতে বিশ্ব তোমার
একদিন হবে শেষ।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃঃ
সময়ঃ সকাল ০৮-৫৭ মিঃ
তারিখঃ১৬-০৯-২০২০ ইংরেজি