এই যে নারী, তুমি কোথা থেকে এলে?
নারী তুমি তো আমার বোন, মা, খালা, ফুফু ও চাচী এবং
আরো কতো কি!


আমরা তোমাদের সকলের সুখ চাই, শান্তি চাই
কিন্তু নারী তুমি যখন আমার বৌ হয়ে আসো তখন তোমার
চাওয়া-পাওয়া, ব্যাথা-বেদনা,তোমার সুখ-শান্তি আমার কাছে
তেমন বড় কিছু নয়


হোক না তোমার যন্ত্রনা পাহাড়সম,তুমি খাও না খাও,বিশ্রাম পাও বা না পাও
সময়মতো তোমাকে শ্বশুর-শাশুড়ীর অসুখ-বিসুখের খোঁজ নিতে হয়
হাতে পানির গ্লাস নিয়ে দাড়িয়ে থেকে ওষুধ খাইয়ে দিতে হয়


সাথে রান্না-বান্না, হাড়ি-পাতিল, কাপড় ধোয়া তো আছেই
আর দেবর ননদ তাদের মন তো রক্ষা করতেই হয়
সারাদিন এতো সব পড়ি-মরি, হুড়ো-হুড়ি করে ক্লান্ত দেহ নিয়ে
তুমি যখন খুব নিশিতে একটু বিশ্রাম চাও ঠিক তখনই
স্বামি সেবা তো আছেই


এই যে বৌ হিসেবে তুমি এতো কিছু করো তা কিন্তু দেখার কেউ নেই
বরং তোমার দোষ ধরার লোকের অভাব নেই
অথচ স্বামী হিসেবে আমার কিন্তু কোনো দায় নেই
জামাই হিসেবে কখনো শ্বশুর-শাশুড়ী কে মনের ভুলেও একটা ফোন করি না
তাদের কি অসুখ তাও জানি না, তারা কি ওষুধ খায়, সেটা তো দূরের কথা
তুমি আমার বৌ বলে নারী তোমাকে সব সহ্য করতে হবে
এই কি ন্যায় বিচার !