এমন কেনো হলো বাংলা আমার মিষ্টি ভাষা
বাংলাকে কে খেলো?


এতো সুন্দর ভাষা আমার রসোগোল্লার মতো
বলতে গেলে মিষ্টি করে খাবে শতো শতো।
অঞ্চল ভিত্তিক বাংলা ভাষার অনেক রকম রীতি
থাকতে পারে এলাকাতে হরেক রকম প্রীতি।


অঞ্চল ভিত্তিক ভাষা থাকবে যেমন নানান দেশে
হবে কেনো দোষ তাতে হবে বাংলাদেশে?
অঞ্চল ভিত্তিক ভাষা নিয়ে নাইরে কোনো দোষ
দোষ হলো জাতীয় ভাবে উঠবে কেনো রোল।


টিভি বলো রেডিও বলো সকল লোকের জন্য
বলতে হবে জাতীয় ভাষা বলবে জাতির জন্য।
হচ্ছে কি ভাই দেখোনা চেয়ে রেডিও টিভির দিকে
বাংলা হচ্ছে বাংলিশ আজি বাংলা ভাষার থেকে।


রেডিও টিভি জাতীয় মাধ্যম বইয়ের ভাষার মতো
নাটক হবে সিনেমা হবে জাতীয় ভাষায় যতো।
ভাষা থাকুক অঞ্চলে সব বলুক যে যার মতো
তবে সেটা আসবে কেনো জাতীয় ভাষায় ততো?


আইতাছি ভাই খাইতাছি ভাই দাড়াচ না ক্যান তুই
বলোচ না ক্যান করোচ না ক্যান করুম কি যে মুই।
কিতা রে বা কিতা খবর নাটকের আজ ভাষা
নিত্য নতুন শুনতে শুনতে হারিয়ে গেছে আশা।


অঞ্চলের ভাষা অঞ্চলে থাক দোষ তো কিছু নাই
নাটকে ক্যান শুদ্ধ ভাষার বিকৃত রূপ পাই।
এমনি করে ভাষার খেলা নাটকে যদি চলে
বই পুস্তক আর জাতীয় ভাষা কেমনে কথা বলে?


আঞ্চলিক ভাষা রেডিও টিভির স্থান নিলে কেড়ে
দেশের মানুষ বলবে সেটা জাতীয় ভাষা ভুলে।
মান হারাচ্ছে শিল্প আজি যাবে কোথায় জাতি
বানিজ্যিকী করণ কি হায় হবে সর্বনাশী?


আঞ্চলিক ভাষা নিয়ে কোনো কথা আমার নাই
রেডিও টিভি নাটকে শুধু শুদ্ধ ভাষা চাই।


প্রকাশস্থানঃ
বাংলো
সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকালঃ
সময়-১২-৪৭মিনিট
বাংলা- ফাল্গুণ ১৪২৭
ইংরেজী-২২-০২-২০২১