নদী, বৃক্ষ ও আমার দেশ এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত
একটিকে অপরটি থেকে বিচ্ছিন্ন্ব করা যায় না
কিন্তু কি হচ্ছে আজ?
অকাতরে চলছে বৃক্ষ নিধন,দেখছি নদীখেকো মানুষেের ঢল
মানুষের পেটে এতো ক্ষুধা!
যেনো পুরো দেশটাকে খেয়ে ফেললেও তাদের ক্ষুধা মিটবে না


আমরা নদীখেকো মানুষগুলো দেশের নদীগুলো খেতে
খেতে একেবারে সরু করে ফেলেছি,ভরাট করে যাচ্ছি
নদীর উভয়তীরে দোকানপাট ঘরবাড়ী করে বহাল তবিয়তে
আছি
নদীর ভিতরে ফসল ফলাচ্ছি, গরু চরাচ্ছি,বালু তুলছি,ব্যবসা
করছি, সবই আমাদের হাতের মুঠোয়, দেখার কেউ কি আছে?


নদী দেশের সম্পদ, দেশের সৌন্দর্য,দেশের যোগাযোগ
ব্যবস্থার একটি, অথচ কি অবহেলা, অনাদর, দেশের
নদীগুলির প্রতি,ভাবতেই কষ্ট লাগে


দেশে এমন যদি কেউ থাকতো যে নদীগুলো বাঁচাতে এগিয়ে
আসতো
তাহলে নদীগুলোর নীরব কান্না রোধ করা যেতো
মাঝি পাল তুলে কুল কুল রবে নৌকা বেয়ে ভাটিয়ালির
সুরে গম্তব্যে ছুটে যেতো একান্ত মনে
আর লঞ্চ-ষ্টীমার ও খুজে পেতো তাদের আপন ঠিকানা