পদ্মা সেতু এলো শেষে সোনার বাংলাদেশে
শেখ হাসিনার স্বপ্নের সেতু হলো অবশেষে।
দেশ বিদেশের ষড়যন্ত্র পদ্মা সেতু ঘিরে
ছিলো খুবই ঘৃণ্য আর নোংরামি তার মূলে।


দেশের লোকের ষড়যন্ত্রে বিশ্বব্যাংকের খেলা
দাতা সংস্থা লোন দেবেনা জমলো তাদের মেলা।
সেতুর কাজে দূর্নীতি আর চুরির কথা ব'লে
লোন না দিয়ে বিশ্ব ব্যাংক গেলো শেষে চ'লে।


কানাডার আদালতে প্রমাণ হলো শেষে
হয়নি কোনো দূর্নীতি আর চুরি ছদ্মবেশে।
বিশ্বব্যাংক অবশেষে করলো মাথা নতো
পদ্মা সেতুর জন্য তারা লোন দিতে চায় শতো।


বঙ্গনেতা শেখ হাসিনা ঘোষণা দিলো তার
পদ্মা সেতুর লোন নেবে না বিশ্বব্যাংকের আর।
বঙ্গবন্ধুর নয়নমণি শেখ হাসিনা শেষে
করবে সেতু দেশের টাকায় দেশকে ভালোবেসে।


গুল্লি মেরে বিশ্বব্যাংক আর দাতা সংস্থার মানি
শেখ হাসিনা পদ্মা সেতু করলো সবাই জানি
শেখ হাসিনার আত্মবিশ্বাস সাহস আকাশ ছোঁয়া
দেশের টাকায় করলো সেতু নিয়ে সবার দোয়া।


ছুটির দিনে যাই ছুটে যাই মাওয়া ঘাটের তীরে
নয়নাভিরাম পদ্মা সেতু দেখি নয়ন ভরে।
আবালবৃদ্ধবনিতা আর দম্পতি সব মিলে
ঘুরছে আহা দেখছে সেতু আনন্দ যায় খেলে।


পদ্মা সেতু করতে যারা দিয়েছিলো বাঁধা
তাদের মুখে চুনকালিতে লাগলো চোখে ধাধা।
দেশ বিদেশের ষড়যন্ত্র পাতা সকল ফাঁদ
ছিন্ন করলো হাসিনা হাসলো দেশের চাঁদ।


বিশ্বকে আজ দেখিয়ে দিলো শেখ হাসিনাওপারে
বিশাল টাকার পদ্মা সেতু হাসছে পদ্মার পরে।
পদ্মা সেতু ঘিরে সবার আনন্দের নাই শেষ
নয়ন ভরে দেখি আহা সোনার বাংলাদেশ।