আসরের কিছু কবি
লেখে যারা কবিতা
দেয় না তো পরিচয়
কেনো এতো ভনিতা?


পরিচয় দিলে তার
ক্ষতি কি হবে আর
তবু কেনো লুকোচুরি
আসরেই বারবার।


পরিচয় দিলে পরে
ক্ষতি কিছু হবে নারে
তাই দাও পরিচয়
আছো যারা আসরে।


কারো নাই ছবি আর
নাই কারো ঠিকানা
এসবের মানে টানে
আমি কিছু বুঝি না।


কারো পেশা জানা নাই
বর্তমান নিবাস নাই
জন্মস্থান আরো নাই
কেনো বলো কবি ভাই?


কবিতা লেখা ভাই
পবিত্র কাজ এক
তবে কেনো জারিজুরি
লুকোচুরি হোক ফাঁক।


পরিচয় ব্যতিরেকে
করে যারা কাব্য
হারাবে স্রোত নদীর
হারাবে সে নাব্য।


ভংচং ছাড়ো তাই
সরল পথে এসো ভাই
পরিচয় দিয়ে তাই
সব কবি লিখে যাই।


প্রকাশস্থান-
বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল-
সময়=১২-৩৩মিনিট
বাংলা=২৩ ফালগুণ ১৪২৭
ইংরেজী=০৯-০৩-২০২১