তুমি এলেই আমার চোখে
          কান্না আসে হেসে হেসে ।
তুমি এলেই কবির চোখে
         আকাশ হাসে রঙ্গিন বেশে।


তুমি এলেই ব্যাঙ্গের চোখে
         ঝিলিক আসে ভেসে ভেসে ।
তুমি এলেই কলমিলতা
         মুচকি হাসে দেশে দেশে।


তুমি এলেই কদম ফুলের
         হাসি আসে ভালোবেশে ।
তুমি এলেই বিল জুড়ে সব
         নৌকা ভাসে রেশে রেশে ।


তুমি এলেই চাষীর চোখে
       আনন্দ যায় হেসে হেসে ।
তুমি এলেই মাছের চোখের
       মণি হাসে অবশেষে ।


তুমি এলেই গাছেরা সব
       গাহন করে পাখীর বেশে।
তুমি এলেই কবিরা সব
         কাব্য করে দেশে দেশে।