আমার এক বন্ধু ছিলো নাম ছিলো তার রাখি
অনেক কথা বলার ছিলো অনেক ছিলো বাকি ।
যাবার পথে স্কুলে সে সাথে নিতো ভালবেসে
কানে কানে বলত এসে যাইনা ফেঁসে অবশেষে ।


গাছের তলে বসতো এসে জুঁই-চামেলি ভালবেসে
ইশারায় সে ডাকতো এসে কেউ না কিছু দেখে শেষে ।
একদিন এক ছুটির পরে বললো এসে মিষ্টি ক'রে
হৃদয় আমার ছুয়েছেরে বুঝবি তুই কেমন ক'রে ।


সেদিনের সেই মিষ্টিভরা কণ্ঠ ছিলো পাগল করা
গড়ণ ছিলো হরন করা বুঝিনি যা হৃদয় দ্বারা ।
তারপর ও সে বললো এসে হৃদয় খুলে হেসে হেসে
মনের কথা বলবো এসে সময় পেলে অবশেষে ।


একদিন এক ক্লাস শেষে অন্য এক বন্ধু এসে
ডাক দিয়ে কয় অবশেষে
হদয় তোর কোথায় গেছে?
অচীন দেশে অচীন দেশে ।