চেহারা আমার খারাপ বলে দাও না যতোই গালি
আমি কিন্তু প্রভুভক্ত শুনুন সবাই বলি
প্রতিবেশী পাড়ার কোনো কুকুর বাড়ি এলে
ইচ্ছে করে ধরেই তারে পাঠিয়ে দেই জেলে।


লাঠি ঝাটা লাথি খেয়ে থাকি বাড়ির কোণে
খাইবা নাখাই আহার কিছু কেবা সেটা শোনে?
শিশুর সাথে খেলা করি মনিবের জন্য লড়ি
মনিবের কিছু হলে আমি কাউকে নাহি ছাড়ি।


বাড়ীর মালিক মালিক হলে আমি হলাম রাজা
সেই বাড়ীতে ঢুকলে কেহ কামড়িয়ে দেই সাজা
নিরাপত্তায় ব্যস্ত থাকি চব্বিশ ঘণ্টা আমি
গাছের পাতা নড়লে পরে ঘেউ ঘেউ করে থামি।


সৃষ্টির সেরা মানবজাতি তোমরা সবাই জানো
তারাই আবার বেইমান হয় তাকি সবাই মানো?
এঁটো খেয়ে জীবন কাটাই থাকি ঘরের বাইরে
বেইমানীর ছিটেফোঁটা আমার মধ্যে নাইরে।


চোখ মেলে দেখো তোমরা মোশতাক ছিলো খুনি
বেইমানীর জন্য আজও জাতির কাছে ঋণী
কিন্তু দেখো আমরা কিন্তু এসব কাজে নাই
প্রভুর জন্য আমরা সদাই জীবন দিয়ে যাই।


শিশু যদি বিপদে পড়ে জীবন বাজি রেখে
ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ি কেবা সেটা দেখে?
বাড়ি ছেড়ে যাইনা আমি সাতদিন ও না খেলে
কৃতজ্ঞতার এ উদাহরণ আর কোথাও মেলে?


সবাই আমায় দূর দূর করে পারলে মারে লাথি
হাবিজাবি খাই বলে কি নিত্য এসব সাথী?
যতোই করো ঝাঁটা পেটা যতোই করো ঘৃণা
রক্ষা করি বাড়ির সবই রক্ষা করি তৃণা।


চাওয়া পাওয়ার নাইরে কিছু দেবো শুধু সেবা
মালিক আমার প্রভু শুধু মালিক ছাড়া কেবা?
খাবার দাবার পাইবা নাপাই আমি প্রভুভক্ত
বেইমানী নাইরে আমার দেহে শুদ্ধ রক্ত।


কুকুর জাতি আমরা সবাই মানব সেবা করি
বিপদ আপদ দেখলে কারো জীবন বাজি ধরি
কুকুর বলে ঘৃণা করো কিন্তু আমার মতো
পাবে নাকো মানুষ তোমরা খুঁজে মরো যতো।