নারী কিম্বা পুরুষ বলো প্রথম প্রেমের ঢেউ
ভুলতে পারে জীবনে তার আছে এমন কেউ?
সারাজীবন ভালোবাসে দূরে ব'সে কেউ
প্রেমিকা তা জানেনা যে উঠবে প্রেমের ঢেউ।


প্রেমিক মনটা ব'য়ে বেড়ায় ব্যর্থ প্রেমের স্মৃতি
আজীবন সে বেঁচে থাকে গেয়ে প্রেমের গীতি।
প্রেম যদি হয় প্রথম তবে ভুলা তাকে যায়না
কুঁড়ে কুঁড়ে খায়সে জীবন ফিরতেতো আর চায়না।


প্রথম প্রেমের স্বপ্ন সুধা চুম্বকেরই মতো
স্মৃতিগুলো ব্রেকের পরে টানে যাদুর মতো।
ব্যস্ত থাকলেও হাজার কাজে ইশারাতে কয়
প্রাক্তনকে যায়না মুছা সে যে স্মৃতিময় ।


ভাঙ্গা গড়ার দুনিয়াতে ভাঙ্গে নারীর মন
প্রেমিকের কাছে মনটা তাহার থাকে সারাক্ষণ।
বারেবারে মন যেতে চায় কেনো তাহার কাছে
হয়তো ভাবে প্রেমিক মনটি ঘুরবে তাহার পাছে।


আশা নিয়ে বাঁচে মানুষ ভালোবাসার জন্য
সঙ্গী আবার ভালো হ'য়ে করবে জীবন ধন্য।
নদীর মতো ভাঙাগড়া মানবজীবন মাঝে
থাকে আবার গড়েনারে রিমিঝিমি বাজে।


যায় যেতে মন ফিরে আবার প্রাক্তনের কাছে
আশা তাহার যদি আবার তানপুরাটা বাজে।
ব্রেক আপের পরে ভাবে সিদ্ধান্ত তার ভুল
সহ্য করতে না পেরে সে ছেড়ে মাথার চুল।


হতাশ হয়ে ভাবে তখন শুধরে সকল ভুল
যাবে ফিরে সঙ্গীর কাছে ধরবেনা তার ভুল।
আস্থা বিশ্বাস ফিরিয়ে নিতে করে সকল চেষ্টা
সুখের সকল স্মৃতি টেনে মেটায় মনের তেষ্টা।