কথায় কথায় রাগ করে যাও
একটু ও না ভাবো
কাহার সাথে করবে রাগ ?
হারিয়ে যেদিন যাবো।


যেদিন আমি থাকবো না আর
লেকের পাড়ে একা
খুঁজবে আমায় হন্যে হয়ে
পাবে না আর দেখা।


রাগ অনুরাগ ভালোবাসায়
থাকবে অভিমান
এটাই হলো প্রেম পিরিতির
আসল অভিধান।


ভালো কাজে জেদ ভালো
মন্দ কাজে নয়
ভালো কাজ করতে হলে
নিষ্ঠা থাকতে হয়।


রাগে জেদে সময় যদি
এমনিতে যায় চলে
বলো তবে কি হবে আর?
রাগ অনুরাগ করে।


ছোট্ট একটা জীবন আহা
খুব বড়ো তো নয়
রাগ জেদ করলে শুধুই
জীবন  নষ্ট হয়।


ভুল ত্রুটি ভুলে গিয়ে
জীবনকে ভালোবাসো
ভালোবাসার সুখসাগরে
শান্তি সুখে ভাসো।


প্রেম ছাড়া চলে না জীবন
প্রেমের মাঝেই সুখ্
সইতে পারলে কাঁটার আঘাত
সইতে পারলে দুখ্।


রাগ গোস্বা তো ধর্ম প্রেমের
প্রেমের মাঝেই রবে
রাগ অনুরাগ ছাড়া প্রেম
কেমনে জীবন পাবে?


এ জীবনে চলার পথে
হয় অনেক ভুল
শুধরে নিলে সময়মতো
ফোটে গোলাপ ফুল।