কেউ বোঝেনা মোদের ব্যথা গাছের ডালে থাকি
গাছের ডাল কেটে ওরা দুঃখ দিলো আঁকি।
মেডিকেল কলেজ রাজশাহীতে হাসপাতালের গাছে
প্রজননক্ষেত্র করে সেথায় মোদের জীবন বাঁচে।


বর্ষা এলে গাছগুলোতে বাঁধি সুখের নীড়
ডিম পেড়ে ছানা ফুটাই গড়ি সুখের হীম।
ছানাগুলো মেললে ডানা উড়াল দিয়ে যায়
সে পর্যন্ত থাকলে কিবা ক্ষতি এমন হয়।


শামুক খোলা পাখি আমরা পানকৌড়ি ও আছে
আরও কিছু পাখি থাকে থাকে মোদের সাথে।
আমরা কারো খাইনা পরি একটু গাছে থাকি
বাসা ভাড়া করি না কভু দিই না ভাড়া ফাঁকি।


হাসপাতাল কর্তৃপক্ষ ছাটলো গাছের ডাল
এখন বলো কি হবে গো মোদের সবার হাল।
পরিবেশ নাকি নষ্ট করি আমরা শুধু একা
মানুষ নাকি করে না কিছু যায় না চোখে দ্যাখা।


কড়ই গাছের ডাল ছাটলেও পাখির বাচ্চা গুলো
যায়নি ছেড়ে বাসা তবুও যাবে কোথায় বলো।
আমরা হলাম পাখপাখালি থাকি গাছের ডালে
ছেটে দিলো ডালগুলো সব কি হবে গো ভালে।


প্রকৃতির সম্পদ তবুও একটু ও দাম নাই
পরিবেশের দোহাই দিয়ে তাড়িয়ে দিচ্ছো তাই।
আমরা শুধু ক্ষতি করি বনের পশুপাখি
মানুষ করে কতো ক্ষতি তার খবর কে রাখি?


বনে থাকি বনেই খাই গাছে কাটাই রাত
অথচ আজ গাছ কেটে সব মোদের করো কাত।
তোমরা হলে সৃষ্টির সেরা একটু ভেবে দ্যাখো
পাখপাখালির অসহায়ে একটু সদয় থাকো।


যতোই ছাটো ডালপালা আর যতোই কাটো গাছ
আমরা যে সব পাখপাখালি বনের মহারাজ।
ক্যামন করে তাড়াও মোদের লজ্জা কিছু নাই
থাকলে কি গো করতে নষ্ট মাথা গুজার ঠাই।


লেখাপড়া শেখার পরও মানবতা আজ নাই
কাজে কর্মে মূর্খতা ও হার মানলো আজ তাই।
শিক্ষা নিয়ে গর্ব করো শিক্ষিত আজ তুমি
পাখপাখালি নিধন করো ক্যামনে বুঝি আমি।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কালঃ
সময়ঃ১৪-৪২ মিনিট
তারিখঃ
বাংলা #২১ পৌষ ১৪২৭
ইংরেজি #০৫-০১-২০২১