সারাবছর আমি মুখিয়ে থাকি আসবে কখন তুমি
তুমি না এলে কাঁদেযে আমার কাঁদেযে হৃদয় ভূমি।
তুমি এলে তবে হাসবো সুখে খেলবো তোমার সাথে
পাড়ার সকল ছেলেমেয়ে নিয়ে থাকবো দিবস রাতে।


তুমি না এলে মাথার ওপর পড়বে আকাশ ভেঙে
কাঁদবে সকল চন্দ্র সূর্য কাঁদবে আমার সঙ্গে।
তুমি না এলে চলে যাবো আমি স্বেচ্ছায়  নির্বাসনে
থাকবো সেথায় নীলাকে নিয়ে আসবো না আর ক্ষণে ।


হারিয়ে যাবো হয়তো চিরতরে আমি হয়তো বা অন্ধকারে
পাবেনাকো আর তোমরা আমায় থাকবো অচিন পুরে।
পাবেনাকো খুঁজে আমায় তুমি আর যদিনা দ্রুত আসো
ত্বরা ক'রে এসে জল সুন্দরী তুমি সুখের ধারায় নাচো।


তোমার অভাব দিনে দিনে আর সইবো কেমন করে?
তোমার অভাবে অভিমানে আজ কবিরা কেঁদেযে মরে।
কবিতারাও আজ সুর মিলিয়ে কেঁদে যায আমার সাথে
চায়না তারা আর কবিতা হতে আর কোনো কবির হাতে।


তুমি না এলে হবেনা কাব্য হবেনা কবিতা কোনো
বর্ষারাণী আসবে কখন এখনই খুলে না বলো।
লাস্যময়ী সুন্দরি তুমি, তুমি যে লাজুক পরী
তোমার বিরহে গোলাপের পাপড়ি আপনি যে যায় ঝরি।


ত্বরা করে তুমি এসো না ফিরে রূপবতী কন্যা তুমি
তোমার অভাবে কেঁদে যায় ফিরে আমার বিরান ভূমি।
লাবণ্যময়ী যুবতী রাণী হাজারও তোমার রূপ
এঁকে দেবে কবি তোমারই ছবি হুবহু অপরূপ।


ওগো চঞ্চলা ওগো হরিণী দূর্বার গতি তোমার
ধুয়ে মুছে সব করে দাও তুমি সবকিছু একাকার।
তুমি না এলে কেঁদে কেঁদে ধরা ভাসায় তাহার বুক
তুমি বিহনে কেঁদে মরে কবি আঁধারে প্রকাশি দুখ্।


ওগো জলকন্যা জলরাশী তুমি জলের দেশের মেয়ে
কদম কাননে ছলছল চোখে তরুণী আছে সব চেয়ে।
তুমি না এলে ফুটবে না ফুল দুলবে না কদম ডালে
ছড়াবে না সৌরভ কদম ফুলের নীলা শেষে যাবে চ'লে।


ছন্দ তালের নুপুর তুমি নেচে যাও সারাক্ষণ
নৃত্য কলায় মাতিয়ে রাখো সকল কবির মন।
তুমি না এলে কবিরা সবাই অভিমানে রবে বসে
লিখবেনা কোনো অমর কবিতা রাণীকে ভালোবেসে।


তোমার আগমনে নেচে যায় ধরা খুশীতে আত্মহারা
ধুয়ে মুছে যায় কলঙ্ক গ্লানি নবরূপ বসুন্ধরা।
ওগো রাজকন্যা বর্ষা রমনী দেরী যে সয় না আর
কেমনে সহিবো বিরহ ব্যথা ওঠে যতো তানপুরার।


তোমায় ছাড়া বাঁশের মাথায় সারি সারি কোনো বক
দুলবে না আর বাতাসের তালে কঞ্চিতে থাক থাক।
হে কিশোরী বর্ষা সুন্দরী তুমি জলদি করেই এসো
তুমি না আমার জলের কন্যা জল হ'য়েই তুমি ভেসো।


নাচবে না আর কবি মন কভু মন ময়ুরীর মতো
লিখবে না আর কবিতা কোনো পেখম মেলে শতো।
তোমায় ছাড়া খালবিল  কভু করবে না থৈ থৈ
বলবে কেঁদে নৌকার মাঝিরা বর্ষা সুন্দরী কৈ?


তোমায় ছাড়া বৃষ্টির ফুল কভু ফুটবে না আর ধরায়
পরবে না প্রিয়া মেঘের মালা পরবে না তার গলায়।