সত্য মিথ্যা শব্দ দুটি ডিকশনারির কথা
আহারে আজ শব্দ দুটি লক্ষ জনের ব্যাথা।
সত্য বলে মিথ্যা তুমি সত্য হতে চাও
মিথ্যা বলে সত্য তুমি সত্যে মজা পাও।


সত্যর সাথে মিথ্যার দ্বন্দ্ব আছে চিরকাল
সত্য মিথ্যার দ্বন্দ্বে মানুষ বাঁচে মহাকাল।
সত্য বলে মিথ্যা রে ভাই এসো দু'ভাই মিলে
থাকি দূরে ধনী থেকে নইলে খাবে গিলে।


ধনীরা কয় মিথ্যারে তুই সত্য মোদের জন্য
জলজ্যান্ত সত্য হয়ে করবি মোদের ধন্য।
সত্যরে কয় মিথ্যা হবি শুধু মোদের জন্য
মিথ্যা হয়ে সাথী হবি থাকবি হয়ে ভিন্ন।


যার আছে ক্ষমতা আর আছে টাকা কড়ি
সত্য রে কয় মিথ্যা আর সত্য রে থুত্থুড়ি।
গায়ের জোরে সত্য মিথ্যা মিথ্যা সত্য হয়
সারাজীবন মানব জনম এমনি করে বয়।


সত্য মিথ্যা সত্যিই আছে গরীব লোকের কাছে
অর্থ বিত্ত নাইরে যাহার না খেয়ে যে বাঁচে।
মধ্যবিত্ত গরীব যারা সত্য মিথ্যার খেলায়
হারতে থাকে সারাজীবন ধনীর অবহেলায়।


টাকা দিয়ে সত্য কেনো মিথ্যা কেনো আরো
সত্য মিথ্যা কিনতে ক্যানো গরীব ধরে মারো।
সত্য আজকে ফকির হয়ে করছে আহাজারি
মিথ্যা আজকে ধনী হয়ে গ্যাছে ধনীর বাড়ি।


সত্য মিথ্যার এমন খেলা চলবে চিরদিন
বাঁশী যে আজ ধনীর হাতে শুধবে কে সে ঋণ?
সত্য মিথ্যার নাইরে দোষ মানুষ দোষে দুষি
মিথ্যা সত্যর দ্বন্দ্ব নিয়ে রক্ত ক্যানো চুষি।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কালঃ
সময়ঃ ১৯-০৮ মিনিট
তারিখঃ
বাংলা # ২২ পৌষ ১৪২৭
ইংরেজি # ০৬-০১-২০২১