চলার পথে এ জীবনে
হরেক রকম বাঁধা
আসবে নারে ব'লে ক'য়ে
লাগবে গোলকধাঁধা।


বাঁধা দেখে ভয়ের চোটে
যদি থেমে যাও
তবে তুমি হেরে গেলে
ডুববে তোমার নাও।


সাহস ক’রে যাও এগিয়ে
সকল বাঁধা ঠেলে
করবে শুরু সেখান থেকেই
যেথায় বাধা পেলে।


তবে-ই না খুলবে তোমার
সাফল্যের-ই দ্বার
পালিয়ে যাবে সকল বাঁধা
তখন পাবে পার।


এই কথাটি রেখো তুমি
সকল সময় মনে
কাজ ক'রে যাও নিজগুণে
শুধুই আপন মনে।