শুনছো নাকি একি সাথে একই রোগের চোটে
গৃহবন্দী সব মানুষে অবরুদ্ধ আজ বটে।
অসুখ বিসুখ সব সময়ই ছিলো সবার মাঝে
বিশ্ব তবুও যায়নি থেমে সচল ছিলো কাজে।


মানবজাতি পড়ছে ধরা আজকে দিশেহারা
করবে কি আজ পায় না খুঁজে আজযে সর্বহারা।
দিন ছিলো না ক্ষণ ছিলো না সময় ছিলো না কোনো
যেদিন সকল মানবজাতি আটকে ছিলো হেনো।


আজকে সবাই আছে যে যার আছে সবার ঘরে
এমন করে থাকলে মানুষ বাঁচবে কেমন করে।
আটকা পড়ে গৃহ মাঝে আজকে কারো মনে
নেইযে শান্তি এতোটুকু কার কথা কে শোনে।


একই সাথে এতো মানুষ একই রোগের দ্বারা
ভুগছে সবাই ঘরে ঘরে ভুগছে আজি তারা।
মনের শান্তি একই সাথে যায়নি কভু কারো
আজকে কেনো এমন হলো ভাবতে হবে আরো।


ভাল্লাগে না থাকতে ঘরে কেমন করে রবো
পারছি না যে কাজে যেতে কারেই বা তা কবো।
এমন করে আর কতোকাল থাকবো মোরা ঘরে
কাজ ছাড়া যে ঘরের মাঝে থাকলে যাবো মরে।


শান্তি আজি গেছে মারা শান্তিযে নাই কারো
কেমন করে পাবো শান্তি শান্তিই তুমি বলো।
হে বিধাতা চক্ষু খোলো বারেক ফিরে চাও
মরছে মানুষ শান্তি ছাড়া শান্তি ফিরে দাও।