চারিদিকে শুধু আগুন আর আগুন
পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব কিছু
বাতাসে এখন ছাই আর ধোঁয়া কুন্ডলী বেঁধেছে বাসা
দম বন্ধ হয়ে যাচ্ছে
গাছ-পালা,পশু-পাখি আমাদের সকলের
শ্বাস গ্রহণে হারিয়েছি জীবনের স্বাভাবিক
ছন্দ ও সুর
যন্ত্রণা অক্টোপাসের মতো ঘিরে ধরেছে নীলা ও আমাকে
আমাদের চারপাশের সবাই কে
বিষাক্ত বাতাস বিপন্ন করে তুলেছে আমাদের জীবন


এ পৃথিবীর সমতল ভূমি
আমাদের ভার নিতে আর আগ্রহী নয়
প্রকৃতি দারুণ বিরূপ হয়ে পড়েছে
প্রকৃতির আকাশ থেকে
নিয়তই ঝরে পড়ছে শিলাখন্ডের
মতো রক্তের দলা
রক্তক্ষরণ হচ্ছে সবখানেই,প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে
একেবারে
অন্ধকারের চোরাগলি টেনে ধরেছে তাদের আজ
হাসফাস করে কোনো রকম
জীবনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা
.....................................................চলবে