হালকা পাতলা গড়ণ শিলার চোখ দুটি তার বড়ো
গায়ের বরণ শ্যামলা আহা লাগতো আরও ভালো
শান্ত শিষ্ট স্বভাব শিলার অল্প কথা কয়
সর্বাঙ্গের ঢেউয়ের লাজে নুইয়ে পড়তে চায়।


ভার্সিটিতে আসে শিলা ধীরলয়ে সে চলে
লাজুক ভারী লজ্জাবতী লজ্জা তে সে মরে
ইতোমধ্যে বন্ধু বান্ধব মিলে গেলো শিলার
ভালোবেসে শিলার চোখে ঢুকে গেলো মিলার।


ক্লাস করে দিন চলে যায় শিলার সবার সাথে
মিলার সাথে শিলার প্রেম ভাসলো যমুনাতে
ভালোবাসায় ডুবে গেলো মিলার সাথে শিলা
লাইলি মজনু বলে আহা মিষ্টি ভারী লীলা।


খুঁতখুঁতে স্বভাব মিলার তুচ্ছ ঘটনাতে
রেগেমেগে অস্থির হতো থামতো না যে মোটে
এরি মাঝে মিলার একদিন মারলো হঠাৎ ডুব
শোক সাগরে ভাসিয়ে শিলার দুঃখ ভরা  বুক।


জানতো না সে দোষ কি তাহার হঠাৎ কেনো মিলার
হারিয়ে গেলো জীবন থেকে মিষ্টি মেয়ে শিলার
দু সংসারে আজকে দু'জন আছে ছেলে মেয়ে
সঙ্গে আছে স্বামী স্ত্রী যাচ্ছে তরী বেয়ে।


ভিন্ন সংসার ভিন্ন জীবন যাচ্ছে তাদের কেটে
আছে পড়ে মন দু'জনার মন যমুনার তটে
মন যমুনায় আজও শিলা সাতার দিতে চায়
ভিতুর ডিম মিলার জন্য সাহস নাহি পায়।


দু'জনায় দু'জনাকে আজও ভালোবাসে
মোবাইলে প্রেমের কথা আকাশে যায় ভেসে
শিলার এখন বয়স হয়েছে তবুও সুখের আশে
মিলার ঘোরে চরকার মতো শিলার আশেপাশে।


দু'ঘরে আজ দু'জনার ই জীবন কেটে গেলো
প্রেম বিরহ ভালোবাসা নীরবে মারা গেলো
সুযোগ পেলে যাবে উড়ে প্রেম যমুনার তীরে
দেয়নি পাখা বিধাতা যে কেমনে যাবে উড়ে।


মানব জীবন এমন কেনো বিধাতা তুমি বলো
শিলার প্রেম ভেঙে কেনো মিলার চলে গেলো?
দু'জনার দু'টি মন খুশিতে এক করো
আবার কেনো ইশারাতে তাদেরই ভাগ করো ।


কে হবে কার জীবন সাথী সবই তোমার খেলা
মাঝখানে তে আমরা মিলাই হরেক রকম মেলা
যার সাথে যার আছে লেখা বিধাতার ই হাতে
তার সাথে তার ভাগ্যরেখা আঁকা চিত্র পটে।