ভাপা পিঠা পায়েস সহ
হরেক রকম পিঠা
মধুর সুরে গাইতো গীত
ছিলো না যে দ্বিধা।


এমনি করে শীতের রাতের
মা চাচীর গান
ভরে দিতো মন যে সবার
কাড়তো  কারো প্রাণ।


মধুর সময় গ্যাছে ওরে
আসবে না আর ফিরে
ক্যামন করে ভুলবো স্মৃতি
মন দিয়েছে ভরে।


হাড়ি হাড়ি পিঠা পুলি
ভরতো মায়ের ঘর
সময়মতো খেতাম সবাই
শতেক মজা তার।


দিন যায় যায় রে ভালো
তারচেয়ে আর ভালো
আসে না আর ফিরে কভু
দূর করতে সব কালো।


আধুনিকতার ছোঁয়ায় সবই
কেড়ে নিছে আজ
ঘরে ঘরে পিঠা তৈরির
ধুম পড়ে না আজ।


ক্ষীর পুলি দুধ পুলি
ম্যারা পিঠা দৌল্লা
তেলের পিঠা খেতে ভারী
মজা দিয়ে পাল্লা।


চালের গুড়োর রুটি পিঠা
গরুর মাংস ভুনা
হাতে কাটা জামাই কুলির
নাই রে তুলনা।


প্রকাশকালঃ
সময়ঃ১২-০৩ মিনিট
তারিখঃ
বাংলা# ৯ পৌষ ১৪২৭
ইংরেজি# ২৪-১২-২০২০