বঙ্গবন্ধুর সোনার কন্যা শেখ হাসিনার মন
দেশের জন্য কাঁদে আহা কাঁদে সারাক্ষণ।
বাবার মতো শেখ হাসিনা সহজ সরল মতো
ভালোবাসে সবাই তারে আমজনতা যতো।


দেশের দশের সবার জন্য ভালোবাসা তার
এমন নেতা পাবে না কেউ বিশ্বে খুুঁজে আর।
বারে বারে শত্রু সবাই জীবন নেবার জন্য
মারছে বোমা করছে গুলি পশুর মতো বন্য।


মহান আল্লাহর রহমতে আমার আপার ক্ষতি
পারে না কেউ করতে আহা করছে স্বীকার নতি।
সুস্থ আছে ভালো আছে জনগন তার সাথে
শত্রুর আঘাত জনতাই রুখবে সাথে সাথে।


নিজের জীবন হেলা করে করেন দেশের সেবা
এমন নেতা এদেশে কেউ আর কি খুঁজে পাবা?
দেশপ্রেমে উদ্বেলিত কাজে নাই যে হেলা
কাজেই তিনি উজ্জীবিত কাজ করে তাই মেলা।


বঙ্গবন্ধুর বাসভবনে আসতো কতো নেতা
শিশুকালে দেখতো তাদের থাকতো সাথে পিতা।
লোভ লালসা নাই যে তাহার কোনো কিছুর তরে
নামাজ রোজা কোরান কিতাব ভোর রাতে সে পড়ে।


তাহার বাবা জাতির জনক বঙ্গবন্ধুর নীতি
মেনে চলেন একশতো ভাগ একটুও নাই ত্রুটি।
জনগনই তার ভরসা জনতাই তার বল্
শেখ হাসিনা সবার কাছে আস্থায় অবিচল।


এখন তিনি বিশ্বনেতা শুধু দেশের নয়
বিশ্বের সকল বড়ো নেতা সকলে তাই কয়।
রাজনীতি আর ছাত্র জীবন চলছিল একসাথে
ছাত্র লীগের ভিপি হলেন ভালোবাসার স্রোতে।


রক্তে তাহার রাজনীতি নতুন কিছু নয়
জননেতা শেখ হাসিনা তাহার কিসের ভয়?
আপা আমার শেখ হাসিনা সেযে আমার বোন
আমার দেশের সম্পদ আহা দেশের বড়ো ধন।


উন্নয়নে কাজের বাহার তুলনা তাহার নাই
শেখ হাসিনার উন্নয়নে অবাক বিশ্ব তাই
উন্নয়নের ছোঁয়াতে আজ গোলাপ ফুলের হাসি
ফুটছে আজি সবার মুখে দেশকে ভালোবাসি।


দেশের নেতা শেখ হাসিনা গর্ব করি তাই
তাহার মতো নেতা কভু পাবো না আর ভাই
আসুন সবাই দোয়া করি তাহার জীবন জন্য
হাজার বছর বাঁচুক নেতা দেশকে করি ধন্য।