সেই কবে থেকে বসে আছি বাক্স নিয়ে একটামাত্র ভোটের আশায়
শুধুমাত্র একটা ভোট চাই আমি, দেবে?
তবে ভোট চাওয়ার কোনো অধিকার আমার আছে কি?
কাপড় চোপড় টাকা পয়সা কাউকে কিছুই দিতে পারবো না আমি
কোনো তদবির করাও বড়ো দুরুহ কাজ আমার জন্য
কাউকে তদবীর করে চাকরি দেয়া তো বড্ডো কঠিন কাজ আমার জন্য
আমি তা পারবো না কখনোই
একেবারে কোনোভাবেই পারবো না আমি
প্রতিপক্ষকেকে মামলা দিয়ে হয়রানি করা এটাও একেবারে অসম্ভব
করতে পারবো না আমি কোনোদিন
কোনো ক্যাডার বাহিনী থাকবেনা আমার কোনো প্রয়োজনে
তাদের পুশতেও পারবো না দলের জন্য
আমার পেছনে কোনো মৌমাছির দল ও ভুর ভুর করবেনা কখনো
নিঃস্বার্থ কর্মীদের জন্য দয়ামায়া থাকলেও কিছু খরচ করতে পারবো
না তাদের জন্য  
সরকারি অনুদান যা পাবো তা এলাকার সকল মানুষের জন্য
সমভাবে ব্যয় করবো
মামা ভাগ্নে ভাই ভাইপো ভাইঝি কাউকে কোনো বিশেষ সুবিধাও
দিতে পারবো না আমি
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্যতার ভিত্তিতে কাজ করে
যাবো এলাকায়
স্কুল কলেজ রাস্তা ঘাট ব্রিজ কালভার্টের কোনো কাজ দলীয় নেতা
কর্মীদের দিতে পারবো না কোনোভাবেই
একেবারে ন্যায্য ও যোগ্য ব্যক্তির হাতেই তুলে দেবো নির্মাণকাজ
আমার পেছনে মৌমাছির চাকের মতো নেতা কর্মীর কোনো ভীড়ও  
থাকবে না
আমি একাই পৌঁছে যাবো প্রতিটা ভোটারের দ্বারে আর তাদের ঘরে
নেতা কর্মীদের সিঙ্গাড়া সমুচার পরিবর্তে মাত্র এক কাপ 'র' টি দিয়ে
বিদায় জানাবো কোনোমতে
কোনো অনৈতিক সুবিধা ও দিতে পারবো না কাউকে আমি
কারোর বিয়েতে বড়ো কোনো গিফট ও দেয়া সম্ভব নয় আমার জন্য  
আমার স্ত্রী ছেলে মেয়ের কোনো অন্যায় দাবী ও ঠাঁই পাবেনা আমার
কাছে কখনো  
আমার খুব শখ ইলেকশান করার মানুষের পাশে দাড়াবার এলাকার কাজ করার
কেউ একটা ভোট আমাকে দেবে কি?
শুধু মাত্র একটা ভোট
এরচেয়ে বেশি নয় একটাও!


বাংলা= ২৪ বৈশাখ ১৪২৯
বার=শনিবার
ইংরেজী=০৭-০৫-২০২২
সময়ঃ=০৬-৩০মিঃ
স্থানঃ টাঙ্গাইল