তোমার হৃদয়ের শূন্যতা আর হাহাকার
প্রতিধ্বনিত হয় হৃদয়ে আমার
এতো শূন্যতা এতো বিষাদ এতো কষ্টের
প্রাচীর ভেঙে দাও
চুরমার করে দাও একেবারে
পাথরের টুকরোর মতো
ব্যথা বেদনার সকল বিষ নাশ ক'রে
দাও চিরতরে
ঠাঁই দিওনা এসব আর অন্তরে তোমার
ভাবনার অন্তরালে হারিয়ে যাই আমি
শতো সহস্রবার
ভাবি এ পৃথিবীর পরে কতো অব্যক্ত বেদনার
বাঁশি বাজিয়ে
কতো বাশুরিয়াই না স্বীয় তবলায় সুরের ঝড় তোলে
যৌবনের মহাসঙ্গীতের কথা কে-ইবা না জানে
সীতার তরঙ্গে অনেকেই ভেসে যায় নোনা জলে
আমি ভেসে যাই ভাব তরঙ্গে
সাঁতারুর ডানা মেলে!