সকল চাওয়া হয়না পূরণ মানব জীবন মাঝে
প্রত্যাশাহীন দুঃখের ধারা বয়যে সকাল সাজে।
যা চাবে তাই পাবে কেহ তা কখনো হয়না
আবারও যা পাবে কেহ তা কখনো চায়না।


কেমন করে খেলবে বলো চাওয়া পাওয়ার এই মাঠে
খেলার সুযোগ নাইরে তোমার যা ঘটারই তাই ঘটে।
তারপরও তাই যায় কি মানা যা কখনো চাই না
কেমন করে মানবো বলো মানতেযে আর পারি না।


কথার পরও কথা থাকে কথা থাকে মন থেকে
মানতে হবেই তোমার সেটা কষ্ট নিয়ে মন থেকে।
মানো কিবা না মানো আর তাতে কিবা যায় আসে
অথৈ জলের পানিতে আজ বর্ষাকালে হাঁস ভাসে।


চাওয়া পাওয়ার অঙ্কের হিসাব জীবনে আর মেলেনা
নদীর স্রোত সকল সময় সোজা তো আর বহেনা।
চাইলে তো আর পাখির বাসায় থাকতে কেহ পারেনা
পাখি থাকবে পাখির বাসায় সেটাই পাখির আস্তানা।


চাকরি করলে বদলী হবে এ-তো কিছুই নতুন না
ইচ্ছে মতো সকল সময় বদলী কারোর হয় না।
এরই মাঝেই চলতে হবে দুঃখ করে কি হবে?
ভালোরা সব মারা গেছে ফিরবেনা আর এই ভবে।


সেইনা আশির দশক থেকে মেধাবীরা দেশ ছেড়ে
চলে গেছে ছেড়ে গেছে নিজের আপন দেশ ফেলে।
একটু বেশী রাখলে খেয়াল নিজের আপন চোখ খুলে
যোগ্য আসন পেলে সবাই যাবেনা আর দেশ ফেলে।


তারিখ-
বাংলা-২৫ চৈত্র ১৪২৮, মঙ্গলবার
ইংরেজী-০৮-০৪-২০২২
সময়ঃ ১৮-৫৭ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ