সব মানুষই ভালোবাসে
প্রকাশ করে কেউ
কেউ বা আবার শান্তি খোঁজে
লুকিয়ে রেখে কেউ।


প্রেম জীবনের স্বর্গীয় এক
শান্তি সুখের নীড়
তাইতো প্রেমিক সব ছেড়ে
তার করে সেথায় ভীড়।


প্রেম করে না এমন মানুষ
এ জগতে কই
কেউ করে তা জানিয়ে
আবার কেউ বা ঘরে রই।


প্রেম করা তো মনের ব্যপার
থাকতে হবে মন
পবিত্র মন ছাড়া তো
প্রেম হবে না ক্ষণ।


প্রেম সাগরে ডুবে যদি
কাউকে বাসো ভালো
বেসো ভালো চিরদিন তারে
নইলে ফিরে এসো।


আর যদি না বাসো ভালো
বেসোনা কোনো দিন
তবে অবুঝ মন নিয়ে তার
খেলোনা কোনো দিন।


তোমার কথার ফুলঝুরিতে
নিষ্পাপ মনের মেয়ে
সঁপেছিলো সবই তাহার
শুধুই তোমায় চেয়ে।


নাইবা যদি বাসো ভালো
দিওনা তারে ব্যথা
ব্যথা দিলে কাঁদবে সেযে
কাঁদবে জাহান তথা।