ক্লাসভরা ছাত্র দেখো
বন্ধু তোমার ক'জন
হোকবা নাহোক বন্ধু তোমার
ক'জন তোমার স্বজন।


এক ক্লাসে পড়লে সবাই
বন্ধু কখনো হয়না
বন্ধু হওয়া বড়ো কঠিন
চাইলেতো আর হয়না।


মনের থেকে বন্ধু হলে
লাগবে ঠিকই জোড়া
আর নাহলে দেখবে তুমি
সবই কানাখোঁড়া।


মনের সাথে মন মিললে
বন্ধু সেজন হয়
বন্ধু হলে বন্ধুর জন্য
কাঁদে যে হৃদয়।


জোর করে কেউ কারো কভু
বন্ধু হ'য়োনা
বন্ধু সেজে আত্ম সম্মান
ভুলে যেওনা।


বিপদে যে পাশে দাড়ায়
সে-ই আসল বন্ধু
থাকবে সাথে যেজন তোমার
পদ্মা থেকে সিন্ধু।


চলার পথে এ জীবনে
বন্ধু চিনে নিও
বন্ধু হয়ে বন্ধুর খবর
একটু নাহয় নিও।


হায়ার মানুষ ব্যস্ত সবাই
আপন স্বার্থ নিয়ে
চায়না ফিরে বিপদে কেউ
হৃদয় খুলে দিয়ে।



বাংলা= ৩ বৈশাখ ১৪২৯
বার=রবিবার
ইংরেজী=১৭-০৪-২০২২
সময়ঃ=২৩-৪৪ মিঃ
স্থানঃ=
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ