কতোবার আমি বলেছি তোমায়
তুমি যে সোনার তরী
থাকবে ঘাটে আমারই জন্য
সারাটি জীবন ধরি।


তোমার এ সোনার তরীখানি শুধু
আমার জন্যই রবে
ফিসফিস করে কানে কানে সবে
কতোনা কথাই কবে।


কোরোনা কভু বৃথা এ চিন্তা
তোমার তরীর মাঝি
সদাই থাকবে তোমারই সঙ্গে
নানান রঙে সাজি।


তোমার গয়নার তরী খানি আজ
সেজেছে অপরূপ সাজে
বৈঠা হাতে মাঝি যবে বসে
ভাবছো তবে কেনো বাজে?


তোমার এ তরীর মাঝি রবে বসে
শুধুই তোমার জন্য
তোমার এ তরীর কান্ডারী হয়ে
মাঝি হবে তবে ধন্য।


ভিন্ন কিছু তুমি আজ থেকে আর
ভেবোনা সোনার তরী
তোমারই মাঝি তোমারই আছে
থাকবে জীবন ভরী।


তরী খানি তোমার শাল কাঠে তৈরি
বৈঠা খানি ও তাই
ঘুনে ধরে না কো এ তরী-বৈঠা
মনে রেখো সদাই।


যতো ঝড়বৃষ্টি আসুক না কেনো
তোমার এ সোনার তরী
ঠিকই রবে তোমার ভাঙবে না কভু
হোকনা যতোই বৈরী।