সবার চোখে হাসবো আমি
হাসবো সবার মুখে
মুখখানি তার ভরে দেবো
ফুলের সুবাস মেখে।


দুঃখে সবার কাঁদবো আমি
কাঁদবো মলিন চোখে
আমার কাঁদন দেখে সবার
ভরবে বদন সুখে।


আমার বাড়ির খাবার যাবে
অনাহারীর মুখে
খাবার খেয়ে অনাহারী
হাসবে মহাসুখে।


কষ্টে গড়া বাড়ি আমার
সবার বাড়ি হবে
সেই বাড়িতে থাকবে সুখে
মিলেমিশে সবে।


আমার বাড়ির ফুল বাগানের
হরেক রকম ফুল
জড়িয়ে দেবো সবার গলে
হবে না কো ভুল।


আমার বাঁশীর সুরই হবে
সবার বাঁশীর সুর
বাঁশীর সুরে গান গেয়ে সব
যাবে অচীনপুর।


একটি ছোটো বাড়ি আমার
সবার তরে গড়া
এই বাড়িটা হবে সবার
সুখের ই একতারা।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ।


রচনাকাল    
১৫-০৬-২০২০ ইং
১.৫৯ মিঃ