যেথায় তুমি যাওনা কেনো
দেশেকে সাথে নিও
দেশের প্রতি ঋণ যে আছে
পারলে কিছু দিও।


যেথায় খুশী যাওনা কেনো
বাঁধা কিছুই নাই
দেশে কিন্তু তুমি আবার
ফিরে এসো তাই ।


ফিরে যদি না আসো তো
দেখবে তোমার দেশ
শিকড় ছিড়ে কাঁদবে শেষে
কাঁদবে অনিঃশেষ।


বিদেশ থেকে তোমার ছেলে
আসবে না আর ফিরে
সাথে থেকে নিজেই কেনো?
শিকড় দিলে ছিড়ে।


নিজের জন্য ছেলের জন্য
বিদেশ গিয়ে তুমি
ভুলেই গেলে অবশেষে
নিজ স্বদেশ ভূমি।