ছোটো বেলা স্কুলেতে
বন্ধুরা সব মিলে
পড়ালেখা করতাম সদা
সব ভেদাভেদ ভুলে।


ভালোবাসা মায়া মমতা
ছিলো সবার মাঝে
মনের মাঝে সেসব আজো
ঝিনঝিনিয়ে বাজে।


ভুলতে আমি পারি নাযে
সে সব দিনের কথা
ভাবতে গেলে কেঁদে ওঠে
লুপ্ত সে সব ব্যথা।


হিন্দু মুসলিম সবাই মিলে
ছিলাম সবাই এক
সবাই ছিলো একই মনের
ছিলো না কোনো ফাঁক।


শ'খানেক বন্ধু আমার
গেলো স্বদেশ ছাড়ি
গেলো সবাই বিদেশ আর
বিদেশ দিলো পাড়ী ।


সন্ধাকালে কুপী জ্বেলে
ঘরকে করে খালি
কাুউকে কিছু না বলে তুই
কেমনে চলে গেলি।


স্কুল কাঁদে ঘর কাঁদে
কাঁদে তোদের জন্য
পথ কাঁদে রাস্তা কাঁদে
কাঁদে সবার জন্য।


প্রাণপ্রিয় বন্ধুরা সব
কিসের তরে গেলি
দেশ ছেড়ে বিদেশে তুই
কি বা বেশী পেলি।


নিজের হাতে করা বাড়ি
নিজের করা ঘর
নিজের করা বাগানরে তোর
সবই আজি পর।


একটু ও কি পড়ে না মনে
কোথায় খড়ের পালা
কোথায় ছিলো মাটির চুল্লী
কোথায় ধানের গোলা।


কোথায় ছিলো বরই গাছ আর
কোথায় পুকুর ঘাট
কোথায় ছিলো রান্নাঘর আর
কোথায় দোকান পাট।


কেমন ছিলো আগুন তাওয়া
সাঁজ বেলার ধুপ
কেমন ছিলো কৈ মাছের
রান্না করা স্যুপ।


কেমন আছে পথটি আমার
নিত্য আসা যাওয়ার
কেমন আছে রাখাল বালক
শান্তি খুঁজে পাওয়ার।


কেমন আছে বটতলা টি
ছায়ায় যেথা বসতে
আজকে বসে অন্য পথিক
সে কথা কি জানতে।


নিজের জমি নিজের বাড়ি
এক নিমেষেই ফেলে
কেমনে তোরা গেলি চলে
কিচ্ছু নাহি বলে।


কি করেছিস দেখনা ভেবে
মনটা কি না জ্বলে
কেমনে গেলি নিঠুররে তুই
দেখনা হৃদয় খুলে।


ছোটো বেলার স্মৃতি কথা
আজো মনে পড়ে
তোরা এখন বিদেশে তুই
আছিস কেমন ওরে।


মনটা আমার সদাই কাঁদে
তোদের কথা ভেবে
ভুলে গেলে তোরা আমায়
কেমন করে হবে।


হৃদয় কি তোর পাথর সম
নেই কি কোনো মায়া?
থাকতো যদি একটু ওতো
পড়তো তোদের ছায়া।


থাকিস ভালো ওরে নিঠুর
যেথায় থাকিস তুই
আমরা না হয় বলবো মাকে
আছিস ভালো তুই।


আর কি কভু হবে দেখা
ভাবি মনে মনে
মনযে আমার ডুকরে কাঁদে
কাঁদে ক্ষণে ক্ষণে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশকাল-
সময়ঃ ০০-১৯মিঃ
তারিখঃ৩০-০৬-২০২০ ইং