সেদিনের সে টগবগে তরুন-তরুণী আমরা
এইতো মাত্র সেদিনের কথা কতো কথা কতো স্মৃতি
স্বপ্নের সিড়ি বেয়ে সন্তর্পনে তোমার হাত ধরে পাহাড়ে চড়া
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে তোমাকে নিয়ে হরহামেশাই উড়ে যাওয়া


যমুনার তীরে তোমাকে নিয়ে ঘুরে বেড়ানো
কুল কুল রবে বয়ে চলা যমুনার স্রোত-ধ্বনির সাথে দু'জনের এক হ'য়ে যাওয়া
গরু চরানোর দৃশ্য অবলোকন
রাখালের বাঁশীর সুমিষ্ট গান শ্রবন
গরুর পিঠে চড়া খয়েরী শালিকের খাবার ভাগাভাগি স্বত্বের
অহেতুক কিচির-মিচির ঝগড়ায় কানপাতা
নদীর বুক-চিরে পাল তুলে ছুটে চলা নৌকার পৎ পৎ শব্দ শোনা
ঘুটে কুড়ানী বুড়ীর ছোট্ট কুড়ে ঘরে গিয়ে পানির তৃষ্ণা মেটানো
সবই আজ স্বপ্ন শুধুই স্বপ্ন


কোথায় হারিয়ে গেলো সে দিন স্বপ্ন দেখতে দেখতে দু'জনে
পৃথিবীর সবচে সুরম্য অট্টালিকা গড়লাম শুধু তোমার জন্যে
কিন্তু হঠাৎ কালবোশেখীর তান্ডবে সব কিছু লন্ডভন্ড হয়ে গেলো
স্বপ্ন ভেঙ্গে চুরমার খান-খান হয়ে গেলো শুধু তোমার জেদের জন্য


অনেক চেষ্টার পরে ও তোমার জেদ ভাঙ্গাতে পারলাম না
প্রশমিত হলো না তোমার ক্ষোভ তোমার জেদ
তারপর অনেক দুঃখ-বেদনা বিয়োগ-ব্যাথা কষ্ট-যন্ত্রনার মধ্য দিয়ে
দু'জনের জীবন প্রবাহিত হলো দু'দিকে উত্তর-দক্ষিণে


সেই তুমিই আজ কি না কতো যত্নে স্বামী সেবা করছো
সন্তান লালন করছো চুল্লিতে রান্না চাপাচ্ছো
সময়মতো ড্রেসিং টেবিলের সামনে দাড়িয়ে চুল আচড়াছ্ছো
অথচ আমাদের হলো না


সেই তুমি এবং আমিই তো আজ ভিন্ন ভিন্ন সংসারে
কতো জেদ সংবরন করে চলছি কতো চেষ্টাই না করছি
হয়তো আজ ও আমার মতো অনেকের স্বপ্ন্ ভেঙ্গে যাচ্ছে
সামান্য ভুলের জন্যে
যদি তাদের বলতে পারতাম আবেগ ও জেদ সুখ কেড়ে নেয়
বাস্তবতাকে আকড়ে ধরো জীবনটাকে সুখের করো