টাকা ছাড়া হয় না কিছু টাকাই সব কিছু
টাকার পিছে ছুটছে সবাই ছুটছে তারই পিছু।
কিনতে গেলে লাগে টাকা খেতে গেলে ও টাকা
টাকা ছাড়া ঘোরে না যে কোনো গাড়ীর চাকা।


পড়তে গেলে ও লাগে টাকা চলতে গেলে ও টাকা
শুনছো না কি টাকা ছাড়া গেছে কেউবা ঢাকা।
সব কিছুতে টাকা লাগে টাকাই করে সব
টাকা ছাড়া শোনেনা কেউ পাখীর কলরব।


বুঝা  গ্যালো টাকার কোনো বিকল্প আর নাই
কিন্তু  টাকা  বেশী হলে রক্ষা কারো নাই।
ন্যায় পথে আয় ক'রে যত টাকা পাও
পরিমিত ব্যায় করে কিছুটা বাচাও।


বেশী টাকা করলে কিন্তু বিপদ আছে ভারী
মামলা দিয়ে দুদক শেষে ধরবে তাড়াতাড়ি।
সাবধান হয়ে সময়মতো স্বল্প আয়ে চলো
আরনা হলো শাস্তি হবে মেনে নেবে বলো।