আমার আমি কেমন আছি
জানলো না তো কেউ
তবু কেনো নীলসাগরে
উঠলো প্রেমের ঢেউ।


পাহাড়-পর্বত নদী-সাগর
সেঁচলাম আমি কতো
বললো না কেউ তোমার কথা
পাখ-পাখালীর মতো।


সর্ষে বনে হারিয়েছিলাম
সোনার মুকুট পাখী
আজো তারে খুঁজতে থাকি
নিত্য ভিজায় আঁখি।  


কোথায় আছো কেমন আছো
জানতে নাহি পারি
তুমি বিনে আমার ভূবন
করছে আহাজারী।


আকাশচারী পাখী আমার
জোছনা রাতে এসো
তেঁতুল বনের জোছনা হয়ে
আমায় ভালো বেসো।