একদিন তুমি বলেছিলে
আমার কথা রেখো মনে
চলার পথে লোকের ভিড়ে
যেওনা যেনো আমায় ভুলে।


কথাটি মোর মনের মাঝে
আজ ও বাঁজে ক্ষণে ক্ষণে
যুদ্ধে বাঁজে রণধ্বনি
তুমি তো নেই রনাঙ্গনে।


কেমন করে ভুললে আমায়
জানতে শুধু মনটি চাহে
মনের মাঝে গুমরে কাঁদে
প্রেমের বাঁশী কে বা দ্যাহে।


তুমি আমি দু'জনাতে
স্বপ্ন দেখতাম মধ্যরাতে
ডাকতো পাখী আধাররাতে
একলা শাখে নৃত্যরতে।


আজও সেথায় মোদের মতো
বসে কারা অবিরত
করছে গল্প শতো শতো
স্বপ্ন দেখে মনের মতো।


তুমি আমি ভিন্নপথে
পাল তুলেছি ধু ধু মাঠে
হৃদয়বীণার তার ছিড়েছে
জোড়াতালির সংসারেতে।


রাত-১.১৮
২০-০৩-১৮
টাঙ্গাইল ।