তুমি ছাড়া আমি যেনো
আকাশ ছাড়া মেঘ
পক্ষী ছাড়া বন যেনো
খাঁ খাঁ মরুদ্দেশ।


স্রোত ছাড়া নদী যেনো
প্রাণ ছাড়া দেহ
তুমি ছাড়া আমার যেনো
সবই এলোমেলো।


দিবা বলো নিশি বলো
সব সময় তুমি
তুমি বিনে এ জীবনে
কে রচিবে ভূমি।


আধার বলো আলো বলো
তুমিই আমার আশা
তুমি ছাড়া মূহুর্তকাল
হারাই আমি ভাষা।


সুখে বলো দুঃখে বলো
তোমায় ভালোবাসি
তোমার ভালোবাসায় আমি
আনন্দে যাই ভাসি।