ভালোবাসাহীন হৃদয় সে হৃদয়ে ফোটেনা ভালোবাসার
ফুল পড়ে না ক্রন্দন রোল বহে না জলের ধারা ঝরেনা
বৃষ্টির কান্না সে তো কোনো হৃদয় নয়, সে তো অনুর্বর
এক ভূ-খণ্ড সে তো মাটি শুধু মাটি আর খাঁ খাঁ মরুভূমি
সেতো নয় কবিতা কোনো
যেখানে ফলে না কোনো শস্য কোনো তৃণ কোনো ফসল
সেখানে ফোটে না হাসি মুখিয়ে থাকা কৃষাণীর মুখে
সে হৃদয় তো এক অনুর্বর জমি সে তো অনাবাদি এক
ভূমি মাত্র


সেখানে ঝড়ে ওড়ে না কোনো পাখি হলুদ ভাঙা ঠ্যাঙ্গে
খুড়িয়ে খুড়িয়ে আলিঙ্গন করে না সে মৃত্যুকে গায় না সুখ
দুঃখের কোনো গান ফোটে না বাগানে ফুল ছড়ায় না
ফুলের সৌরভ যে হৃদয়ে নেই ভালো বাসার ছোঁয়া নেই
দিগন্তের পানে চেয়ে নিমেষেই উদাস হয়ে যাওয়া নেই
দিগন্তের ফিকে লালসালুর পানে চেয়ে হারিয়ে যাওয়া নেই
গভীর রাতের ভালোবাসার শিৎকার ক্রন্দন


যে হৃদয়ে ঝরে না কোনো বৃষ্টি বহে না জলের ধারা
সেতো নদীর কুলকুল ধ্বনি হারা ভালোবাসাহীন হৃদয়
যে নিজেকে শুধু পারে না অন্য কে ভালো বাসতে
ভালোবাসার কুয়াশার চাদর গায়ে জড়াতে
পারে না তার শব্দের হৃদয়ের আঁখি ভেজাতে
অশ্রু টলটল চোখে ফুল ফোটাতে


সে হৃদয় তো অনুর্বর সেতো নিছক অনাবাদি অকেজো
একখন্ড ভুমি মাত্র সেখানে ফলে না কোনো ফসল
বহে না কৃষকের হাল চরেনা গরু সেই মাঠে সেতো
নিছক অনাবাদি ভূমি সেতো কুলহারা স্রোতহারা নদীর
শূন্যতা আর হাহাকারের এক রেখা মাত্র
যে পারে না তার প্রিয় মানুষকে সমাজকে ভালোবাসতে
সে কি দেবে তার দেশকে?