নিজের জন্য কতোই বা আর করবে গাড়ি বাড়ি
এবার ভাবো লোকের জন্য একটু তাড়াতাড়ি।
প্রয়োজনের বেশী টাকা আর করোনা আয়?
আয়ের টাকা সব কখনো ভোগ কি করা যায়?


তোষকের নীচে লাখো টাকা থাকতে অনেক লোক
মারা গেছে বিনা চিকিৎসায় জ্ঞানের উন্মেষ হোক।
সহজ সরল জীবন গড়ো অল্প স্বল্প খাও
যেটুক লাগে চলতে ফিরতে সেটুক তুমি চাও।


যাবা তুমি শূন্য হাতে সাদা কাপড় পরে
যাবে না যে সাথে কিছুই দেখুন চিন্তা করে।
সময় থাকতে হায়রে মানুষ একটু চিন্তা করো
লোভ লালসা সকল তোমার এখনই ত্যাগ করো।


ভালোবাসো লোকগুলো সব আশেপাশে তোমার
পৃথিবীতে থাকবে জেনো ভালো কাজই তোমার।
ভালোবাসো দেশকে তুমি দেশের জন্য লড়ো
দেশ ছাড়া আর কি-ইবা আছে দেশ যে সবার বড়ো।


রীতি নীতি আদর্শ হোক তোমার জীবন ব্রত
তুমিই হবে আদর্শ আর তুমিই হবে সত্য।
ভালো মানুষ ভালো লোকের মূল্য সদা আছে
ভালো মানুষ সৃষ্টি করো ভালো থাকার আশে।